magazine_cover_12_november_17.jpg

Tolly News

আবার একসঙ্গে চিরঞ্জিত ও প্রসেনজিৎ

Prosenjit-Chiranjeet--big খবর, আবার পরদায় একসঙ্গে দেখা যাবে চিরঞ্জিত ও প্রসেনজিৎকে। শোনা যাচ্ছে, বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে এই সিনেমা। অঞ্জন দত্ত এই ছবির পরিচালনা করছেন বলে জানা গেছে। anjandutta2থাকার কথা জয়া এহসান-এরও। চলতি বছরের অক্টোবর-নভেম্বরেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। ছবিটি সম্ভবত আগামী বছরের পুজোয় মুক্তি পেতে পারে। আরও জানতে চোখ রাখুন আনন্দলোক-এর ১২ সেপ্টেম্বর সংখ্যায়।