magazine_cover_12_november_17.jpg

Tolly News

শুটিংয়ের ফাঁকে দেদার মস্তি!

priyanka-sarkar-bigআপাতত ‘কায়া’ ছবির শুটিং করতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়তে ঘাঁটি গেড়েছেন প্রিয়ঙ্কা সরকার। একদিকে চুটিয়ে শুটিং করছেন আর শুটিংয়ের ফাঁকে দেদার ছবি তুলে টুইটারে আপলোড করছেন নায়িকা। priyanka-sarkar-big2 সেই ছবিতে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আছে বিভিন্ন মুডের ছবি। বলাই তো হল না, এই সুন্দর আউটডোরে মাম্মা প্রিয়ঙ্কার সঙ্গী ছেলে সহজ। শুটিংয়ে ফাঁকেই সহজকে নিয়ে দারুণ মজা করছেন প্রিয়ঙ্কা। কখনও গান শুনছেন, কখনও বা স্থানীয় টোকা মাথায় দিয়ে ছবি তুলছেন। সহজও যে এই বেড়ানো দারুণ এনজয় করছে, তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে।