magazine_cover_12_january_20.jpg

Holly News

প্রিয়ঙ্কা চোপড়ার নতুন ছবি

Priyanka-Chopra-Liam-Hemsworth-bigহলিউডে নিজের পরবর্তী ছবির কাজ শুরু করে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই ছবির নাম ‘ইজ়ন্‌ট ইট রোম্যান্টিক?’। ছবিতে এক দূতাবাসকর্মীর ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। তবে তিনি লিড নন এ ছবিতে। শুটিংয়ের মধ্যে প্রিয়ঙ্কার ছবি দেখা গেল ক্রিস ‘থর’ হেমসওয়র্থের অত্যন্ত ‘হট’ ভাই, লায়াম হেমসওয়র্থের সঙ্গে। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সবাই তাঁদের পেয়ারিং নিয়ে ধন্য-ধন্য করছেন। সত্যিই দিব্যি লাগছে।

Priyanka Chopra | Liam Hemsworth | Isn’t it Romantic