magazine_cover_12_March_19.jpg

Bolly News

করণের প্রস্তাবে প্রভাসের ‘না’

karan-johar-big বাহুবলী-১, কিংবা বাহুবলী-২-এর পর প্রভাসের পপুলারিটি উত্তরোত্তর বেড়েই চলেছে, একথা নতুন করে বলার নয়। সম্প্রতি করণ জোহর বলিউডের একটি প্রোজেক্টে এই তারকাকে লঞ্চ করতে চাইলে, প্রভাস নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন! না, অন্য কোনও কারণে নয়। বলিউডের বিখ্যাত পরিচালকের এ হেন প্রস্তাব খারিজ করে দেওয়ার কারণ হিসেবে নানারকম কানাঘুষো শোনা গেলেও, যুক্তিগ্রাহ্য মতটি হল, বর্তমানে ‘সাহো’-র শুটিং নিয়ে ব্যস্ততাই কোথাও না কোথাও করণ জোহরের এই প্রোজেক্টটি থেকে প্রভাসকে বিরত থাকতে বাধ্য করেছে। প্রভাসের ডেডিকেশন যে নতুন ভাবে ‘সাহো’-তে আরও একবার দেখা যাবে, তা তো বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ২০১৯-এ মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি, প্রভাসের ক্যারিশমা যে আরও একবার দর্শকদের মুগ্ধ করবে সে কথা কি আর বলার অপেক্ষা রাখে?

Pravash said no to karan johar nxt projct | Sahoo