magazine_cover_12_July_19.jpg

Bolly News

প্রভাসের সঙ্গে শ্রদ্ধা?

shradhdha-Prabhas-big ‘বাহুবলী’ তারকা প্রভাস আর শ্রদ্ধা কপূরের ঘনিষ্ঠ ছবি সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দু’জনকেই বেশ হাসিখুশি খোসমেজাজে দেখা গিয়েছে। ছবিটি ছড়িয়ে পড়তেই অনেকের মনেই উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তবে কি শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন প্রভাস?

সঙ্গে-সঙ্গে মন খারাপ প্রভাস-অনুষ্কা জুটির ভক্তদের। কিছুতেই মেনে নিতে পারছে না তাঁরা প্রভাসের সঙ্গে অন্য কারও জুটি। তবে নিশ্চিন্তি এটাই, প্রভাস শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন না। ভাইরাল হওয়া ছবিটি তাঁদের আগামী ছবি ‘সাহো’র শ্যুটিংয়ের দৃশ্য থেকে ফাঁস হয়ে যাওয়া একটি ছবি।

‘সাহো’ ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কপূরকে। শ্রদ্ধার অভিনয় দক্ষতায় অভিভূত দক্ষিণী সুপারস্টার প্রভাস। তিনি বলেন, ‘শ্রদ্ধা খুবই পরিশ্রমী অভিনেত্রী। সেটে সকলের সঙ্গে খুবই মানিয়ে চলে। তারকা। পাশাপাশি অভিনয়ে খুবই ডেডিকেটেড।’

Prabhas | Shraddha Kapoor | Saho Bahubali