magazine_cover_27_november_18.jpg

Bolly News

প্রভাসের সঙ্গে পূজা

Pooja-Hegde-big পূজা হেগড়ে দক্ষিণী ছবিতে বেশ বড় নাম হলেও বলিউডে ওঁর পরিচয় ‘মহেঞ্জোদারো’-তে হৃতিক রোশনের নায়িকা হিসেবে। কিন্তু ডেবিউ ছবির পর পূজা যেন হারিয়ে গিয়েছিলেন। মাঝে তেলুগু ছবিতে হিট দিয়েছেন বেশ কিছু। এবার হিন্দি ছবিতে ফিরছেন তিনি। নায়ক ‘বাহুবলী’ প্রভাস। হিন্দি ও তেলুগু দ্বিভাষিক ছবিতে প্রভাসের নায়িকা তিনি। নাম এখনও ঠিক হয়নি। প্রভাসের মতো বড় স্টারের বিপরীতে কাজ করলেও নার্ভাস নন পূজা। কারণ ইতিমধ্যে সুপারস্টার হৃতিকের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে যে! জুলাই মাস থেকে ফ্লোরে যাবে ছবিটি।

Pooja Hegde | Prabhas