magazine_cover_12_April_19.jpg

Tolly News

অন্যরকম ভাই ফোঁটা!

ভাই বাইরে থাকে। তাহলে ভাই ফোঁটা কী করে হবে? সাত পাঁচ ভেবে ভাইকে ভার্চুয়ালি ফোঁটা দিয়ে ফেললেন ঋদ্ধিমা ঘোষ। অন্তর্জালের মাধ্যমে ভাইকে পাকড়াও করলেন। ট্যাবের স্ক্রিনে ভেসে উঠল ভাইয়ের মুখ, এ প্রান্তে ঋদ্ধিমা। স্ক্রিনের সামনে ধান, প্রদীপ, কাজল। এভাবেই ভাই ফোঁটা সারা হয়ে গেল। সঙ্গে-সঙ্গে টেকনোলজিকে ধন্যবাদ দিতেও ভুললেন না তিনি। সত্যি, না হলে যে ভাই ফোঁটাই বৃথা যেত।

RIDDHIMA GHOSH | BHAI PHOTA | TAB.