magazine_cover_12_february_19.jpg

Holly News

টিভি নেই পেনেলোপির

penelope-cruz-big পেনেলোপি ক্রুজ়ের বাড়িতে টিভি নেই! ভাবা যায়, এ যুগে? কিন্তু সুন্দরী অভিনেত্রী নাকি এ যুগের কথা ভেবেই এমনটা করেছেন। তাঁর সাফ কথা, এই প্রজন্মের ছোটরা টিভির সামনেই অনেকটা সময় কাটিয়ে দেয়। মানুষের গুরুত্ব, সম্পর্কের গুরুত্ব, পরস্পরের সঙ্গে সানন্দে কাটানো সময়… এসব ভুলেই যায় তারা। এতেই নাকি খুব ভয় পেনেলোপির। আর তাই এই অবস্থায় তাঁর সন্তানদের তিনি কিছুতেই পড়তে দেবেন না। এই কারণেই বাড়িতে কোনও ভিডিয়ো গেমও রাখেননি তিনি। যুগোপযোগী, কী বলেন?

Penelope Cruz