magazine_cover_12_november_17.jpg

Tolly News

প্রিয়ঙ্কা চোপড়ার ছবিতে পার্নো

parno-bigপ্রিয়ঙ্কা চোপড়া যে বাংলা ছবিতে ডেবিউ করতে চলেছেন, এটা তো জানা খবর। সেই ছবিতে অভিনয় করার কথা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বসুর। সম্প্রতি এই ছবির সঙ্গে যুক্ত হলেন পার্নো মিত্র। তাঁকেও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। খুব শিগগিরি ছবির শুটিং শুরু হওয়ার কথা। এর পাশাপাশি মৈনাক ভৌমিক পরিচালিত ‘হ্যাপি পিল’ও কাজ করবেন পার্নো।