magazine_cover_12_december_19.jpg

Tolly News

জিতের সঙ্গে কামব্যাক করছেন নুসরত?

jit-nusrat-big এটাকে ঠিক সেই অর্থে কামব্যাক বলা যায় না। মাঝে বিয়ে ও রাজনীতির জন্য হয়তো তিনি কিছুটা বিশ্রাম নিয়েছিলেন। তবে নুসরত জাহানের ফ্যানদের জন্য সুখবর অপেক্ষা করছে। সূত্রের খবর বলছে, জিতের সঙ্গে আরও একবার বড় পরদায় ফিরতে চলেছেন নুসরত জাহান। জিতের নতুন ছবি ‘অসুর’-এর জন্য নাকি নুসরতকে সাইন করানো হয়েছে এবং সামনের মাসেই ছবির শুট শুরু হতে চলেছে। শুটিং হবে মূলত কলকাতা ও বোলপুরে। ছবির পরিচালক পাভেল। জিৎ এবং নুসরত বাদে ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কেও। আপাতত পরিকল্পনা রয়েছে, এই বছরের পুজোতে ছবিটি রিলিজ় করার। শোনা যাচ্ছে, জিতের আর পাঁচটি কমর্শিয়াল ছবির চেয়ে এই ছবির গল্প নাকি একেবারে আলাদা।

আসিফ সালাম