magazine_cover_12_november_17.jpg

Tolly News

শপিংয়ে ব্ল্যাক বেল্ট!

nusrat-big পুজোর আগে বাঙালিরা একটা জিনিসেই মেতে ওঠেন। তা হল শপিং। এই বিষয়ে বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান জানান, তিনি নাকি শপিংয়ের ব্ল্যাক বেল্ট। অর্থাৎ শপিং করার ক্ষেত্রে নুসরতের কোনও ক্লান্তি নেই। তা সে নিজের জন্য হোক কিংবা অন্য কোনও বন্ধুর জন্য। তাই বন্ধুদের শপিংয়ে সঙ্গ দিতেও কোনও অসুবিধে নেই নুসরতের।