Tolly News
নতুন জুটি!
টলিউডে তৈরি হতে চলেছে আরও এক নতুন জুটি। শোনা যাচ্ছে, পরিচালক রাজা চন্দের পরের ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী এবং বনি সেনগুপ্ত। প্রসঙ্গত এই প্রথমবার তাঁরা কাজ করছেন। ছবির নাম ‘বিয়ে বিয়ে খেলা’। এই মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। পারিবারিক গল্পের উপর তৈরি হচ্ছে ছবিটি। বনি জানালেন, শ্রাবন্তীর সঙ্গে এই প্রথমবার কাজ করবেন তিনি। স্বভাবতই বেশ উৎসাহিত। আশা করি এই জুটিকে দর্শকের ভাল লাগবে।
SRABANTI | BONNY SENGUPTA | NEW FILM | RAJA CHANDA