magazine_cover_12_decemberr_18.jpg

Tolly News

নতুন বাংলা ছবি

New-Bengali-film-sohom-big শ্যামসুন্দর দে’র প্রযোজনায় শুরু হতে চলেছে নতুন বাংলা ছবির কাজ। ছবির নাম ‘থাই কারি’। সূত্রের খবর, কমেডি ঘরানার এই ছবিতে অভিনয় করছেন সোহম, হিরণ, তনুশ্রী, রুদ্রনীল, তৃণা, পল্লবী চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ সহ প্রমুখ শিল্পীরা। পরিচালনায় রয়েছেন অঙ্কিত আদিত্য। ছবির একাংশের শুট থাইল্যান্ডে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুটিং শুরু হওয়ার কথা।

আসিফ সালাম