magazine_cover_27_november_18.jpg

Anandalok Gossip

আবার একসঙ্গে!

Uday-Nargis-big এঁরা যে কখন কোন পথে চলেন! এই শুনি আছেন, এই নেই! নর্গিস ফকরি আর উদয় চোপড়ার কথা হচ্ছে। তাঁদের বিচ্ছেদ নিয়ে তো কম লেখালেখি হয়নি। নর্গিস দেশ ছেড়েই নাকি চলে গিয়েছিলেন ব্যথার চোটে। উদয় চোপড়া এখানে থাকলেও, নোয়াপাতি বাগিয়ে যা একখানা চেহারা তৈরি করেছিলেন… যাক গে, এবার সুখবর… আবার এক হয়েছেন উদয় আর নর্গিস। শুধু তা-ই নয়, এখন নাকি প্রায় একসঙ্গেই থাকছেন তাঁরা, চোপড়াদের বাড়িতে। বিয়েটি হয়ে যাওয়া এবার শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক, জল কতদূর গড়ায়।

Nargis Fakhri | Uday Chopra