magazine_cover_12_january_19.jpg

Anandalok Gossip

সামলানো যাচ্ছে না নার্গিসকে

Nargis-Fakhri-bigসেলেব্রিটিরাও তো মানুষ! প্রেম ভেঙে গেলে যে কষ্ট আমার-আপনার হয়, তাঁদেরও তো হয় (অন্তত বেশিরভাগেরই)। কেউ-কেউ চট করে সামলে উঠতে পারেন, অনেকে পারেন না। পারছেন না NARGIS FAKHRI। উদয় চোপড়ার সঙ্গে তাঁর ব্রেক-আপের পর একেবারেই ভেঙে পড়েছেন নর্গিস। কিছুতেই তাঁকে বোঝানো যাচ্ছে না। কারও কথা না শুনে, নিউ ইয়র্ক উড়ে গিয়েছেন তিনি। সেখানে, নিজের বাড়িতে থাকলে নাকি মনটা ভাল থাকবে। এদিকে, পরবর্তী ছবি ‘ব্যাঞ্জো’-র কাজ পড়ে আছে। পরিচালক অনেক বলাতেও নর্গিস রাজি হননি মুম্বই আসতে। শেষে পরিচালকই ক্রু নিয়ে উড়ে যান নিউ ইয়র্ক। সেখানেই শুট করা হয় নর্গিসকে। পরিচালক রবি যাদব অবশ্য দাবি করেছেন, খবরটি ঠিক নয়। শুটটি নিউ ইয়র্কেই হওয়ার কথা ছিল। হবেও বা!