Home music news দেশে ফিরতে চান নাদিম

দেশে ফিরতে চান নাদিম

nadim বহুদিন ধরেই লন্ডনের বাসিন্দা তিনি। সেই ১৯৯৭ সাল থেকে। কারণ টি সিরিজ়ের কর্তা গুলশন কুমারের হত্যাকাণ্ডে তাঁকেই অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু নাদিম-শ্রাবণ বললেই আমাদের মনে নয়ের দশকের জনপ্রি। সব হিট গানের কথা মনে পড়ে। কুমার শানুকে সঙ্গে নিয়ে একটা সময়ে ইতিহাস তৈরি করেছিলেন তাঁরা। যাই হোক, তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এবার নাদিম চাইছেন, ভালয় ভালয় ভারতে ফিরে আসতে। নাদিমের বক্তব্য, অভিযোগ থেকে তিনি বেকসুর খালাস পেয়ে গিয়েছেন। এবার তিনি দেশে ফিরতে চান। কারণ মন থেকে তিনি ভারতীয়। আর দেশের বাইরে থাকতে তাঁর ভালও লাগছে না। কিন্তু নাদিম এ-ও জানিয়েছেন, যোগ্য সম্মান নিয়েই ফিরতে চান তিনি। চান, ভাল কাজের সুযোগও।