magazine_cover_12_July_19.jpg

Tolly News

সৃজিত মুখোপাধ্যায়ের বিয়ে?

srijit-12.4.2019-big আপনারা কি জানেন যে কয়েকমাস আগে বিয়েটা সেরে ফেলেছেন সৃজিত মুখোপাধ্যায়? ইন্ডাস্ট্রিরই একজনকে বিয়ে করেছেন তিনি। খবরটা আনন্দলোক-ও জানত না। সম্প্রতি ‘ভিঞ্চি দা’র ট্রেলার লঞ্চে এসে, খবরটি খোলসা করলেন ‘ভিঞ্চি দা’র মুখ্য অভিনেতা এবং এই ছবির গল্পকার রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল জানান, ‘‘আসলে আমাদের ইন্ডাস্ট্রির একজন নামকরা মেকআপ আর্টিস্টকে দেখে আমার ‘ভিঞ্চি দা’র গল্পের আইডিয়া মাথায় আসে। কিন্তু আমি তো আর সিনেমার মতো করে গল্প লিখতে পারি না। তাই অন্তঃসত্ত্বা অবস্থায় সৃজিতের কাছে যাই কারণ আমার বিশ্বাস ছিল, সৃজিতই পারবে এটাকে দিনের আলো দেখাতে। তারপর অনেক আলাপ-আলোচনার পর আমাদের বিয়ে হয়। এবং অবশেষে আমরা এই সন্তানের জন্ম দিই যার নাম ‘ভিঞ্চি দা’।’’ রুদ্রনীলের কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি সৃজিত।

আসিফ সালাম