magazine_cover_12_july_18.jpg

Anandalok Gossip

পরে পুরস্কার, আগে…

Mouni-Salman-big আগে অবশ্যই সলমন খান। এমন কাণ্ড করতে দেখা গেল টেলিভিশন অভিনেত্রী মৌনি রায়কে। শুধু টিভি নয়, মৌনিকে শিগগিরই বড় পরদায় দেখা যাবে ‘গোল্ড’ ছবিতে। সে কথা যাক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো মাঝপথে ছেড়ে বেরিয়ে গেলেন মৌনি, তাই নিয়েই খবর। পারফরম্যান্স বা জাস্ট অতিথি হলে একরকম, মৌনি ছিলেন পুরস্কার প্রাপক হিসেবেই। রেড কার্পেটে হেঁটেওছিলেন। কিন্তু পুরস্কার না নিয়েই ভেনু ছেড়ে বেরিয়ে যান তিনি। কারণ? সেদিন যে তাঁর মেন্টর সলমন খানের জন্মদিন। পুরস্কারের ওখানে একটু দেরি হচ্ছিল। তাই আর অপেক্ষা করেননি মৌনি। কত পুরস্কার আসবে-যাবে, তাছাড়া পুরস্কারটি তো তিনি এমনিতেই পেয়ে যাবেন… কিন্তু সলমন খানের জন্মদিনের পার্টিতে দেরি করে ঢোকা যে পাপ! তাছাড়া তাঁর আর সলমনের কেমিস্ট্রি নিয়ে তো এমনিতেই এখন নানা জল্পনা। মুখ পুড়েছে কেবল পুরস্কার উদ্যোক্তাদের। তাঁদের বক্তব্য, প্রথম থেকেই মৌনির বডি ল্যাঙ্গুয়েজ বলছিল, তিনি যেন এসে সবাইকে দয়া করেছেন। তা সলমন যাঁর সহায়…

Mouni Roy | Salman Khan