magazine_cover_12_March_19.jpg

 

Home music news মোনালির প্রথম

মোনালির প্রথম

ছবির জন্য, বিজ্ঞাপনের জন্য প্রচুর গান গেয়েছেন তিনি। জাতীয় পুরস্কারও বাগিয়ে ফেলেছেন একটি। এই প্রথম, নিজের জন্য একটি গান গাইলেন মোনালি ঠাকুর। সম্প্রতি মুক্তি পেল তাঁর প্রথম স্বাধীন সিঙ্গল। ‘তমন্না’ নামের ফুট-ট্যাপিং গানটি ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। সিঙ্গলের সঙ্গের ভিডিয়োটিতেও মোনালিকে দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে। ‘তমন্না’র কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি নিয়ে উত্তেজিত মোনালির বক্তব্য, ‘‘একজন শিল্পী সবসময়ই নিজেকে এক্সপ্রেস করার একটা স্পেস খোঁজে। সিঙ্গলের মতো এত ভাল স্পেস আর পাওয়া দুষ্কর!’’

Monali Thakur | Tamannah