magazine_cover_12_january_20.jpg

Tolly News

সমস্যায় পাশে পাবার আশ্বাস তারকা সাংসদদের

nusrat-jahan-big সদ্য বিয়ে হয়েছে নুসরত জাহানের। আর মিমি চক্রবর্তী গিয়েছিলেন সেই বিয়েতেই নিমন্ত্রিত হয়ে। দু’জনেই সদ্য নির্বাচিত নতুন সাংসদ। তুরস্কের বোদরুমে বিয়ের আসর থেকে ফিরেই সংসদে গিয়ে শপথ নিতে দেখা যায় তাঁদের। এরপর দু’জনেই নেমে পড়েছেন নিজের-নিজের এলাকার উন্নয়নে। এমনিতেই তারকারা তাঁদের ব্যস্ততা সামলে আদো কতটা এলাকার কাজ করতে পারবেন, তা নিয়ে মানুষের প্রশ্ন থাকেই। সেই প্রশ্নকেই সম্প্রতি উসকে দিয়েছেন গুরুদাসপুরের সাংসদ সানি দেওল, নিজের ‘প্রতিনিধি’ নিয়োগ করে। তবে মিমি-নুসরত যে সে পথে হাঁটবেন না, সে কথা প্রথম থেকেই বারবার বলে এসেছেন তাঁরা। সেই মতো দিল্লি থেকে ফিরেই কাজে লেগে পড়লেন তাঁরা।

২১ জুলাইয়ের প্রস্তুতির জন্য সম্প্রতি ভাঙড় গিয়েছিলেন মিমি। সেখানে রাস্তাঘাট ঘুরে দেখেন তিনি। নিজের সহায়কের সাহায্যে সব ক্যামেরাবন্দিও করে নেন। রাস্তাঘাট ও অন্যান্য কাজ দ্রুত হবে, এই আশ্বাস দিয়ে এলাকাবাসী তাঁকে সব সমস্যাতেই কাছে পাবেন, এ কথাও বলেন।
অন্যদিকে সন্দেশখালিতে বিজেপি ও তৃণমূলের বচসার জেরে আহত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান নুসরত। তাঁর শরীরের খোঁজখবরও নেন তিনি।

এলাকার বাসিন্দাদের পাশে থাকবেন সর্বক্ষণ, এই বার্তাই দিয়েছেন নবনির্বাচিত তারকা সাংসদেরা।

nusrat jahan | mimi chakraborty | lok sabha | Member of Parliament