Anandalok Gossip

বিয়েটা কি করেই ফেললেন?

miley_cyrus_bigজল্পনা, মাইলি সাইরাস আর লায়াম হেমসওয়র্থ নাকি বিয়েটা করেই ফেলেছেন। সূত্র অবশ্য বিশেষ ভারী কিছু নয়। নববর্ষের পার্টিটি লায়াম আর মাইলি একসঙ্গে কাটিয়েছেন। সঙ্গে ছিল পুরো হেমসওয়র্থ পরিবার। এমনকী ‘প্রেমের শত্রু’ ক্রিস হেমসওয়র্থও! আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, মাইলি লিখেছেন, ‘ইন-ল’দের সঙ্গে’! তারপরই লায়াম আর মাইলির চুমু! এই থেকেই ধরে নেওয়া হচ্ছে, সত্যিই বোধহয় বিয়ে হয়ে গিয়েছে। মাইলি তো… সবই সম্ভব। এবার আপনি হিসেব করুন!