মিলা কুনিসের ছোট্ট মিষ্টি কন্যা ওয়্যাট। মাত্র তিন বছর বয়স। কিন্তু এই বয়সেই একটি বড়দের অভ্যেস রপ্ত করে ফেলেছে সে। ছোটবেলা থেকে অল্প-অল্প ওয়াইন সে কখনও-সখনও খেয়েছে। আর এখন অভ্যেস? প্রত্যেক শুক্রবার মিলার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান হয়। তাতে ওয়াইন পান হয়। শুক্রবার এলেই ওয়্যাট এখন বলে, ‘‘আজ তো শুক্রবার! তার মানে আজ ওয়াইন খেতে পারব!’’ বুঝুন!
Mila Kunis