Holly News

ওভার-রেটেড!

meryl-streep-bigতিনি মেরিল স্ট্রিপ। হলিউডের প্রাতঃস্মরণীয়া অভিনেত্রী। অন্যসব পুরস্কার ছেড়েই দিলাম। শুধু অস্কারই পেয়েছেন ১৮টি (প্রসঙ্গত, লিওনার্দো দি কাপ্রিও একটিই অস্কার পেয়েছেন এখনও অবধি, তা-ও বিরাট অপেক্ষার পর)! যা-ই হোক, গোল্ডেন গ্লোব পুরস্কার নিতে উঠে প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পকে ঘুরিয়ে একহাত নেন এহেন মেরিল। এক সাংবাদিককে ট্রাম্প অপমান করেছিলেন, সেই প্রসঙ্গ ধরে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর কথা, সহিষ্ণুতার কথা বলেন মেরিল। তারপরই ট্রাম্প টুইটারে জ্বালাময়ী বক্তব্য রাখেন যে মেরিল স্ট্রিপ হলিউডের সবচেয়ে ওভার-রেটেড অভিনেত্রীদের একজন। হিলারির সাপোর্টার, তাই অকারণে ট্রাম্পকে আক্রমণ করছেন (এই ট্রাম্পই অবশ্য বছর কয়েক আগে বলেছিলেন, মেরিলের মতো অভিনেত্রী হয় না)। এই বক্তব্যের পরই হলিউড অভিনেতা থেকে শুরু করে লেখিকা জে কে রোওলিং, সবাই ট্রাম্পের নিন্দে করতে থাকেন টুইটারে। স্বাভাবিক। রাষ্ট্রপতি প্রায় হয়েই গিয়েছেন ভদ্রলোক, কিন্তু বাজে বকাটা…