magazine_cover_12_april_18.jpg

Holly News

শুরু হল নতুন ছবি

Steven-Speilberg-Meryl-Streep-Tom-Hanks-bigকাজ শুরু হল স্টিভন স্পিলবার্গের নতুন ছবির। ছবির নাম ‘দ্য পেপার্স’। মার্কিন যুক্তরাষ্ট্রে নিক্সন সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল সংবাদমাধ্যম। লড়েছিল বাকস্বাধীনতার জন্য। এই আন্দোলনের পুরোভাগে ছিল ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ কাগজটি। স্পিলবার্গের নতুন ছবি এই নিয়েই। ‘পোস্ট’-এর পাবলিশারের ভূমিকায় এ ছবিতে দেখা যাবে মেরিল স্ট্রিপকে। আর এডিটরের ভূমিকায় টম হ্যাঙ্কস। মেরিল, টম এবং স্টিভন… তিন বিখ্যাত মানুষ এই প্রথম একসঙ্গে কাজ করছেন। কাস্টে আছেন আরও বেশ কয়েকজন শক্তিশালী অভিনেতা। ছবিটি আরও বেশ কয়েকটি কারণে ইন্টারেস্টিং। পৃথিবীজুড়ে, বিশেষত ভারতে, এই মুহূর্তে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক কথাবার্তা চলছে। তাছাড়া রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন মেরিল স্ট্রিপ। ফলে সব মিলিয়ে ছবিটি নিয়ে আশা অনেক।

Steven Speilberg | Meryl Streep | Tom Hanks