Tolly News

নিজের ছবি থেকেই টুকলি!

.শুনতে অবাক লাগলেও এমন অভিযোগই শোনা যাচ্ছে পরিচালক মৈনাক ভৌমিকের নামে। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘বিবাহ ডায়েরিজ়’-এর ট্রেলার লঞ্চ হয়। তবে ছবির ট্রেলার দেখে অনেকেই অবাক হয়ে যান। বিশেষ করে অভিনেতা রাহুল। কারণ, মৈনাক এর আগে রাহুলকে নিয়ে একটি ছবি তৈরি করেছিলেন যার নাম ছিল ‘আমি ভার্সাস তুমি’। প্রোডাকশন হাউজ়ের কিছু সমস্যা থাকায় ছবিটি দিনের আলো দেখেনি। তবে এখন শোনা যাচ্ছে, ‘বিবাহ ডায়েরিজ়’-এর ট্রেলার নাকি হুবহু ‘আমি ভার্সেস তুমি’ ছবিটির কথাই মনে করায়। এই নিয়ে ‘আমি ভার্সেস তুমি’র প্রযোজক অরিজিৎ বিশ্বাস নাকি মৈনাকের নামে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’-এর কাছে কেসও করেছেন। অভিনেতা রাহুলও এই নিয়ে নিজের অসন্তোষের কথা ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।