magazine_cover_12_July_19.jpg

 

Home bolly news details মাদাম তুসোয় মধু

মাদাম তুসোয় মধু

Madhubala-big বিখ্যাত মাদাম তুসোর ওয়্যাক্স মিউজ়িয়ামে এবার বসবে মধুবালার মূর্তি। মাদাম তুসোর দিল্লি শাখায় এই মূর্তি বসবে। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু নামী-দামীর মূর্তি এখানে থাকলেও, সাদা-কালো যুগের কোনও তারকার মূর্তি ছিল না। ‘মুঘল-এ-আজ়ম’-এ মধুবালা অভিনীত অনারকলির আদলেই তৈরি হবে এই মূর্তি। আশা করা যায়, এই সুন্দরী অভিনেত্রীর পর সে যুগের আরও অনেকের মূর্তিই দেখা যাবে তুসোয়।

Madhubala | Madame Tussaud