magazine_cover_12_december_19.jpg

Bolly News

সাঁতারে ভয় কাটল কৃতির

এতদিন সাঁতার কাটার নামে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যেত কৃতি স্যাননের। তবে এবার ‘রবতা’ ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সুইমিংপুলে বেশ কয়েকটি দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর এই ছবির জন্য নিজের সুইমিং-ফিভার কাটিয়ে উঠতে বাধ্য হন কৃতি। তবে এখন সাঁতার কাটতে বেশ পছন্দই করেন তিনি।