magazine_cover_12_december_19.jpg

 

Home music news মহা ধুমধামে কিশোরের ৯০ বছরের জন্মদিন

মহা ধুমধামে কিশোরের ৯০ বছরের জন্মদিন

kishor-kumer-big আর কিছুদিনের অপেক্ষা। আগামী ৪ অগস্ট ৯০ বছরের জন্মদিন কিশোরকুমারের। দেশজুড়ে মহা ধুমধাম করে পালিত হবে এই সুরের জাদুকরের জন্মদিন। সেখানে কলকাতাই বা পিছিয়ে থাকে কেন? বলা ভাল, কিশোরের জন্মদিন উপলক্ষ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় কনসার্ট দেখতে চলেছে শহরবাসী। kishor-kumer-big2অনেকেই জানেন, প্রতিবছর ৪ অগস্ট ‘তোমায় পড়েছে মনে’ নামে একটি অনুষ্ঠান হয় কিশোর স্মরণে। এই বছর সেটি পঞ্চম বর্ষে পা দিতে চলেছে। আর এবার তার বহর অনেক বড়। কারণ এবার কিশোর স্মরণে গান গাইবেন, অমিতকুমার, সুমিতকুমার, কবিতা কৃষ্ণমুর্তি এবং আরও অনেকে। সবচেয়ে বড় কথা, ১৯৯২ সালের পর এই প্রথমবার কলকাতায় আসতে চলেছেন কিশোর-সহধর্মিণী লীনা চন্দ্রভারকর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী এবং আরও অনেক বিশেষ ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে জনপ্রিয় কিশোরকণ্ঠী গৌতম ঘোষকে। গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন শ্রীজাত।