magazine_cover_12_october_18.jpg

 

Home tolly news details যেখানে ভূতের ভয়…

যেখানে ভূতের ভয়…

Poulomi-Das-big ‘কার্জনের কলম’-এ তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এরপর রাজীব চৌধুরীর হরর ছবি ‘কায়া’তে দেখা যাবে অভিনেত্রী পৌলোমী দাসকে। কৌশিক সেন-রাইমা সেন-প্রিয়ঙ্কা সরকারদের সঙ্গে সে ছবিতে কাজ করা নিয়ে কথা বলতে-বলতে অভিনেত্রী একটু অন্য কথাও বলে ফেললেন। এমনিতে প্রচণ্ড ভূতের ভয় পৌলোমীর। আর চেরাপুঞ্জিতে ছবির শুটিং করতে গিয়ে নাকি প্রায় মুখোমুখিই হয়ে যাচ্ছিলেন ‘তেনা’দের! ‘‘এমনিতে চেরাপুঞ্জি দারুণ জায়গা। তার উপর একেবারে নো নেটওয়র্ক জ়োন। ফলে তারিয়ে-তারিয়ে সৌন্দর্য উপভোগ করাই হোক বা সহকর্মীদের আরও কাছ থেকে চেনা, দু’টিই খুব ভাল করে করার সুযোগ ছিল এখানে। কিন্তু যতই পাহাড়ি জায়গা ভালবাসি না কেন, অত লম্বা শুটিং জুড়ে শুধু মেঘ আর বৃষ্টি একটু কষ্টকর। বিশেষত সিনেমাটা হরর ফিল্ম বলে! সমস্ত হন্টেড জায়গাগুলি খুঁজে-খুঁজে… কোথায় সুইসাইড হয়েছে, কোথায় ভূত দেখা যায়… আমরা শুটিং করেছি। সবচেয়ে বড় কথা, আমরা যেখানে থাকতাম, সেখানে ভূত ছিল। আলো-আঁধারি জায়গাটায় আমাদের ক্রু-এর লোকজনই ছায়াদের নড়াচড়া দেখে ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড়! এতে একটাই লাভ হয়েছে। সারাক্ষণই ভয় পেয়ে থাকতাম বলে, হরর ফিল্মের জন্য অ্যাক্টিংটা বেশ জোরদার হয়েছে!’’ এরপর জীবনানন্দ দাসের বায়োপিকেও দেখা যাবে পৌলোমীকে। তবে অভিনেত্রীর একটি গোপন ইচ্ছে আছে, ‘‘স্মার্ট কমার্শিয়াল ছবিতে লিড করার বড্ড ইচ্ছে। একদম পাহাড়ের ধারে দাঁড়িয়ে নাচ-গান করা টাইপস…’’

Poulomi Das | Kaya | Horror film

ধৃতিমান গঙ্গোপাধ্যায়