magazine_cover_12_July_19.jpg

Bolly News

অবজেক্টিফাই মনে হলে আইটেম সং না করাই ভাল, জানালেন ক্যাটরিনা

kat-bigমেয়েদের শরীরকে পণ্য হিসেবে ব্যবহার করেই তৈরি হয় গানগুলি, সেই সঙ্গে ব্যবহার করা হয় উত্তেজক নাচ। বলিউডি আইটেম সংয়ের বিরুদ্ধে এহেন অভিযোগ নেহাত নতুন নয়। আইটেম সংয়ে মেয়েদের অবজেক্টিফাই করা নিয়ে বারবার বিতর্ক হয়েছে। তবে এবার আইটেম সংগুলির পাশে দাঁড়ালেন ক্যাটরিনা কাইফ স্বয়ং। এমনিতেই ক্যাট নিজে একাধিক জনপ্রিয় আইটেম সংয়ে নেচেছেন। তাঁর ‘জ়ারা জ়ারা টাচ মি’, ‘চিকনি চামেলি’, ‘শিলা কী জওয়ানি’, ‘কালা চশমা’ ঝড় তুলেছে আসমুদ্র হিমাচলের বুকে। সম্প্রতি আরবাজ় খানের চ্যাট শোয়ে তাঁকে এই আইটেম সং নিয়েই প্রশ্ন করা হয়। ক্যাটের কাছে জানতে চাওয়া হয়, নারী স্বাধীনতার যুগে আইটেম সংগুলিতে মেয়েদের পণ্যায়নকে গুরুত্ব দেওয়ার ফলে কি মেয়েরা প্রকারান্তরে পিছিয়েই যান না? এমন বাউন্সার পেয়ে ক্যাটরিনা অবশ্য মুখ বুজে থাকেননি। সোজাসাপটা উত্তর দিয়েছেন তিনি। ক্যাটরিনার বক্তব্য, তিনি নাচতে ভালবাসেন এবং নাচকে শিল্পমাধ্যম হিসেবেই দেখতে ভালবাসেন। আইটেম সংয়ের বাছ-বিচার তিনি করেন না। তাঁর কাছে সমস্ত নাচই শিল্প। তবে সবারই নিজের বাক-স্বাধীনতা আছে। ফলে কোনও অভিনেত্রীর যদি আইটেম সংয়ে নিজেকে অবজেক্টিফায়েড বলে মনে হয়, তা হলে বরং তাঁদের সেটা না করাই ভাল বলে জানিয়েছেন ক্যাটরিনা।

Katrina kaif | Item songs