magazine_cover_27_november_18.jpg

Bolly News

যা করেছি, তাই করব!

Kareena-Kapoor-bigসেফ আলি খানের সঙ্গে বিয়ের পরই করিনা কপূর সিদ্ধান্ত নিয়েছিলেন একসঙ্গে একাধিক ছবি করবেন না। একটি ছবির কাজ শেষ করে ব্রেক নেবেন, তারপর আবার আরও একটি ছবি শুরু করবেন। ছেলে হওয়ার পরও এই একই নিয়মই বহাল থাকছে তাঁর জন্য। করিনার মতে, বিয়ের পর পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি আর সেফ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেলে হওয়ার পর সেই দায়িত্ব বেড়েছে বইকী কমেনি। তবে তিনি ভেবে দেখেছেন, একটি করে ছবি করলে ছেলেকে অবহেলা করা হবে না। তাই আগের সিদ্ধান্ত এখনও বহাল থাকছে। আর হ্যাঁ মা হয়ে গিয়েছেন বলে চরিত্র চয়নের ক্ষেত্রে কোনও বাদবিচার করবেন না। নিজের যেটা ভাল লাগবে, সেটাই করবেন।