সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ় ‘ফেলুদা ফেরত’ নিয়ে উৎসাহ কমছেই না। ফেলুদা, তোপসে এবং জটায়ুর কাস্টিংয়ের পর প্রশ্ন জাগছিল, আবহের দায়িত্ব কাকে দেবেন সৃজিত। কারণ সৃজিত নিজেই জানিয়েছিলেন, ফেলুদার বহুচর্চিত, জনপ্রিয় থিমটিকেই নবনির্মাণ করবেন। তার জন্য সুরকার খুঁজছেন। অবশেষে খোঁজ মিলল। জানা গিয়েছে, জয় সরকার করবেন এই নতুন ফেলুদায় কাজ। স্বভাবতই এই আইকনিক সিরিজ়ে কাজ করতে পেরে জয় নিজেও খুব উত্তেজিত। সেদিক থেকে এই সিরিজ়ই হবে সৃজিতের সঙ্গে জয়ের প্রথম যুগলবন্দি।