magazine_cover_12_september_18.jpg

Tolly News

যিশুর নতুন হিন্দি ছবি

Jisshu-sengupta-big কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সবে ‘মনিকর্ণিকা’র ছবির শুটিং সারলেন তিনি। তারই মধ্যে তাঁর পরের হিন্দি ছবির জন্যও নাকি শুটিং শুরু করে দিয়েছেন যিশু সেনগুপ্ত। মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবির নাম ‘দেবীদাস ঠাকুর’। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ, বিদুৎ জামওয়াল, শ্রতি হাসন প্রমুখ। ছবিতে নাসিরউদ্দিন শাহ নাকি মাফিয়া ডন এবং তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যিশুকে। যদিও এখনই এই ব্যাপার নিয়ে বিশদে কথা বলতে রাজি নন যিশু।

আসিফ সালাম

Jisshu sengupta | naseeruddin shah