magazine_cover_12_december_19.jpg

Tolly News

আবির-যিশু একসঙ্গে?

বিশ্বস্ত সূত্রের খবর, এবার একসঙ্গে ক্যামেরার সামনে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তকে। এসভিএফ প্রযোজিত এত নতুন ছবিতে আবির-যিশু একসঙ্গে অভিনয় করতে চলেছেন। পরিচালনায় থাকছেন মৈনাক ভৌমিক। থ্রিলার ঘরানার এই ছবিতে নায়ক দু’জন থাকলেও, নায়িকা রয়েছেন একজনই। প্রিয়ঙ্কা সরকার। ছবির পোস্টার শুট নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবির শুটিংও কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে।

আসিফ সালাম