Home holly news details শাস্তির ভয়

শাস্তির ভয়

jennifer-lawrence-big বরাবরই ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে মুখ খুলে থাকেন জেনিফার লরেন্স। অন্তত আমরা তাই ভাবি। স্বয়ং জেনিফার জানালেন, বরাবর এমনটা ছিল না। বরং একটা সময় খুব ভিতু ছিলেন তিনি। হার্ভে উইনস্টিন প্রসঙ্গেই জেনিফারের বক্তব্য, ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই অনেক কিছু হয়, বিশেষত মেয়েদের সঙ্গে। কিন্তু কাজ হারাবার ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। জে ল বলেন, ‘‘হয়তো কোনও পরিচালকের কথা ভুল মনে হল, তা বললাম… তার জন্য আমায় শাত্তি পেতে হত। প্রযোজকের কাছে বকুনি খেতে হত। স্বভাবতই ভয় হত, কাজ থাকবে না। এমনও হয়েছে, কেউ বলেছেন, ‘ও, আমার কথা ভুল! তাহলে তোমায় কাজ করতে হবে না!’ একটা সময়ে বুঝলাম, আমার পাশে আমাকেই দাঁড়াতেই হবে। কেউ আমার হয়ে কিছু বলবে না। এই সাহসটা কিন্তু বেশ ঝুঁকির!’’

Jennifer Lawrence | Harvey Weinstein | MeToo