Holly News
হক কথা!
বরাবরই তাঁর সাহসের প্রশংসা চতুর্দিকে। আবারও সেটা প্রমাণ করলেন জেনিফার লরেন্স। সোশ্যাল মিডিয়া ট্রোলদের, সমস্ত নিন্দুকদের একহাত নিলেন জেনিফার। হয়েছে কী, লন্ডনের একটি খোলা ছাদে খোলামেলা পোশাক পরে একটি ছবি তুলিয়েছিলেন অভিনেত্রী। তাতেই ট্রোলরা একেবারে পাগল হয়ে যায়, যে এমন ঠান্ডায় ওই পোশাক পরার দরকার কী! পুরোটাই নাটক, ইত্যাদি। সব শুনে-টুনে মুখ খোলেন জেনিফার লরেন্স। বলেন, তাঁর ইচ্ছে হয়েছে তাই তিনি ওই পোশাক পরেছেন। কারও কথা তিনি এই ক্ষেত্রে শুনবেনও না, তাঁর শোনার প্রয়োজনও নেই। জেনি বলেন, ‘‘ভার্সাচির ওই ড্রেসটা আমার পছন্দ। ওটা আমি কোট-মাফলার দিয়ে ঢাকতে যাব কেন? মাত্র পাঁচ মিনিট আমি ঠান্ডায় দাঁড়িয়েছিলাম। দরকার হলে ওই পোশাকটার জন্য আমি বরফের মধ্যে দু’ঘণ্টা দাঁড়াতে রাজি আছি।’’ আশ্চর্য, যখন ছবিতে বরফের মধ্যে নায়িকাদের খোলামেলা পোশাক, শিফনের শাড়ি পরে শট দিতে হয়, তখন কারও কিছু মনে হয় না। আর নিজের ইচ্ছেয় কিছু পরলেই… ব্যস!
Jennifer Lawrence