magazine_cover_12_March_19.jpg

Bolly News

‘পুনরাগমন’ ইরফানের

Irrfan-Khan-big দীর্ঘ দু’মাস টুইটার থেকে দূরে ছিলেন তিনি। চিকিৎসার জন্য। আবার ফিরলেন তিনি। তিনি ইরফান খান। গতকাল টুইটারে আকর্ষ খুরানার ‘কারওয়াঁ’ ছবির পোস্টারটি দিয়ে টুইটারে পুনরাগমন ইরফানের। সেইসঙ্গে এই ছবিতে তাঁর দুই সহ-অভিনেতা-অভিনেত্রী দুলকুয়ের সলমান ও মিথিলা পালকরকেও শুভেচ্ছা জানিয়েছেন ইরফান! ছবিটি মুক্তি পাচ্ছে ১ জুন। তার আগে অসুস্থতা সত্ত্বেও ইরফানের সোশ্যাল মিডিয়ায় এই ছবিটির জন্য ফিরে আসা নিঃসন্দেহে অভিনয়ের প্রতি তাঁর অদম্য অনুরাগই বটে! ইরফানের ভক্তরাও নিশ্চয়ই চাইবেন এভাবেই ইরফান ফিরে আসুন পর্দায়, ফিরে আসুন সোশ্যাল মিডিয়ায়!

Irrfan khan | karwaan | Akarsh khurana