magazine_cover_12_july_18.jpg

Holly News

হিউয়ের সুখী দাম্পত্যের রহস্য

Hugh-Jackman-and-Deborra-big বিয়ের পর ২১ বছর একসঙ্গে কাটিয়ে দিলেন হিউ জ্যাকম্যান (৪৯) এবং স্ত্রী ডেবোরা লি ফারনেস (৬২)। ভাবা যায়? হলিউডে যেখানে সম্পর্কে তাসের ঘরের মতো ভেঙে যায়, সেখানে একজন মানুষের সঙ্গে এতবছর কাটিয়ে দেওয়া কম আশ্চর্যের? কিন্তু এর রহস্য কী? হিউয়ের বক্তব্য, তিনি ডেবোরার প্রেমে পড়েন, যখন তিনি বিখ্যাত হননি। সাধারণ এক অভিনেতা ছিলেন। স্টারডমের আগের সম্পর্ক বলেই নাকি এত পোক্ত তাঁদের দাম্পত্য। শোনা যায়, ডেবোরার অনুপস্থিতিতে হিউ অন্য কাউকে নিজের ড্রেসিং রুমে ঢুকতে দেন না। এতবছর পরও এমন প্রেম সত্যিই অবাক করে দেয়।

Hugh Jackman | Deborra Lee Furness