magazine_cover_12_february_19.jpg

Holly News

বুড়ো উলভেরিন!

HUGH--ACKMAN-bigHUGH JACKMAN নিজের শেষ উলভেরিন মুভিতে দেখা দিতে চলেছেন, এ খবর এতদিনে সবার জানা। সেই ছবিরই ফার্স্ট লুক মুক্তি পেল। hugh-jackman-big2ট্রেলরও শিগগিরি মুক্তি পাবে। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে এক বৃদ্ধ লোগানকে। গালে খসখসে দাড়ি, কাটা দাগ। উলভেরিন এখন একজন নেশাগ্রস্ত মিউট্যান্ট, নিজের দুঃখের কথা সে বর্ণনা করে। এরপর কী হয়, তা দেখতে ছবিটিরই অপেক্ষা থাকল।