magazine_cover_12_September_19.jpg

Bolly News

আহত হৃতিক!

শনির দশা চলছে হৃতিক রোশনের! ‘মহেনজো দারো’র সেটে আঘাত পেয়েছেন তিনি। একটি অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে লিগামেন্টে আঘাত পান হৃতিক। হৃতিকের বাবা রাকেশ রোশন জানিয়েছেন, আপাতত একমাস বেড রেস্টে থাকতে হবে তাঁকে। ফলে এখন ‘মহেনজা দারো’র শুটিং বন্ধ। প্রসঙ্গত, এর আগে এই ছবির শুটিংয়েই আঘাত পেয়েছিলেন হৃতিক। সে সময়েও শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। সত্যিই সময়টা খারাপ যাচ্ছে বলিউডের গ্রিক গডের।