magazine_cover_12_october_19.jpg

Bolly News

সলমনের বদলে কি হৃতিক?

salman-big-11.9.2019 কিছুদিন আগেই জানা গিয়েছিল, নানারকম ঝামেলার জেরে শেষপর্যন্ত মুখ থুবড়েই পড়তে চলেছে সঞ্জয় লীলা ভনসালির পরবর্তী ছবি ‘ইনশাল্লাহ’। নিজের টুইটার হ্যান্ডেলে সলমন খান ঘোষণা করে দিয়েছিলেন ২০২০-র ইদ নয়, তারও পরে কোনও এক সময়ে হয়তো মুক্তি পাবে সিনেমাটি। এমনকী এটাও শোনা যাচ্ছিল, ভনসালির সঙ্গে নানা ঝামেলার জেরে নাকি সলমন এই ছবিটি আর করবেনই না! দুই শিবিরের পক্ষ থেকেই অফিসিয়াল কিছু ঘোষণা না হওয়ায় ধরেই নেওয়া হচ্ছিল, এ ছবি সম্ভবত বিশ বাঁও জলেই পড়েছে। তবে সম্প্রতি জানা যাচ্ছে অন্য খবর। নিজের পরবর্তী ছবি ‘ওয়ার’-এর প্রোমোশন নিয়ে বেশ ব্যস্ত হৃতিক রোশন। তবে এর মধ্যেই নাকি সময় বের করে তিনি সঞ্জয়ের সঙ্গে দেখা করেছেন। তাহলে কি সলমন নয়? শেষপর্যন্ত হৃতিকই হতে চলেছেন ‘ইনশাল্লাহ’র নায়ক? ইন্ডাস্ট্রি জুড়েই চলছে এখন জল্পনা।

hrithik roshan | inshallah | salman khan | sanjay leela bhansali