magazine_cover_27_november.jpg

Bolly News

জামাই হো তো অ্যায়সা!

hrithik-bigবিয়ে ভেঙে গিয়েছে তো কী হয়েছে। শ্বশুর-শাশুড়ি কখনও পর হয় নাকি? এই কথাটাই প্রমাণ করলেন হৃতিক রোশন। সুজ়ান খানের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু তা বলে কী শ্বশুরকুলকে ভুলে যাবেন তিনি। না এমন বান্দা নন হৃতিক। তাই তো শাশুড়িমাতা জ়ারিন খানের বই ‘ফ্যামিলি সিক্রেটস, দ্য খান ফ্যামিলি কুকবুক’-এর প্রোমোশন করলেন নিজের টুইটার পেজে। sunan কিছুদিন আগে সুজ়ান খানের ইন্টিরিয়র স্টোর ‘চারকোল’-এ খান পরিবারের বাকি সদস্যদের উপস্থিতিতে নিজের বই প্রকাশ করেন জ়ারিন। সেই অনুষ্ঠানে হৃতিক উপস্থিত থাকতে পারেননি ঠিকই, কিন্তু জামাই হিসেবে নিজের কর্তব্যটুকু সেরেছেন দায়িত্ব নিয়ে। বইটিকে কিনতে সকলকে অনুরোধ করেছেন তিনি। প্রসঙ্গত বইটিতে খান পরিবারের এক্সক্লুসিভ রান্নার রেসিপি দিয়েছেন জ়ারিন। যাই হোক সাধে বলে, জামাই হল ছেলের মতো।