Holly News

নাম বদল!

holly-news-03.01.2016-bigক্যালিফোর্নিয়ার বিখ্যাত হলিউড পাহাড়ে বিরাট পরিবর্তন! ‘হলিউড’ লেখাটি ‘হলিউইড’ হয়ে গিয়েছে! এরকম খবর দেখলে প্রথমেই মনে হবে, মঙ্গলগ্রহে বুদ্ধমূর্তি দেখা যাওয়ার মতো ফালতু খবর। কিন্তু এটা সত্যি! ২ জানুয়ারি কোনও এক ব্যক্তি পাহাড় বেয়ে উঠে, হলিউড-এর ‘O’ গুলি এমনভাবে আংশিক ঢেকে দেন যাতে তা ‘E’ বলে মনে হয়! আসলে সম্প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যে মারিহুয়ানা বৈধ ঘোষিত হয়েছে। সেই আনন্দেই এই ‘পদক্ষেপ’। স্বাভাবিকভাবেই রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় এর জন্য। অবশ্য এই প্রথম না। এর আগেও, সাত-আটের দশকে এক ব্যক্তি কয়েকবার ওই সাইন চেঞ্জ করেছেন। কখনও ‘হলিউড’ থেকে ‘হলিউইড’, কখনও ‘অলিউড’, কখনও ‘হোলিউড’। আর আমরা ভাবতাম, এরকম ভ্যান্ডালিজ়ম আমাদের দেশেই শুধু হয়!