magazine_cover_12_november_19_00.jpg

 

Home music news পুজোয় এবার হেমন্ত মান্নার জন্মশতবর্ষ, সঙ্গে থাকছে আনন্দলোক

পুজোয় এবার হেমন্ত মান্নার জন্মশতবর্ষ, সঙ্গে থাকছে আনন্দলোক

hemanta-mukherjee-with-manna-dey2 আনন্দলোকের স্পেশাল সংখ্যা শত বসন্তে হেমন্ত – মান্না পড়েছিলেন তো? ডুবে গিয়েছিলেন সেই স্বর্নযুগের দিনগুলিতে? এবার বইয়ের পাতা থেকে মুখ তুলে চাক্ষুষ করার সময় এসে গিয়েছে। এই দুই কিংবদন্তি শিল্পীর কাজ আর জীবনই ফুটে উঠবে আপনার চোখের সামনে। আগামী সপ্তাহ থেকেই এক টাইম মেশিন নিয়ে যাবে আপনাকে একেবারে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দের কাছাকছি।

চমকে গেলেন? ভাবছেন কী করে? আরে মশাই শারদ উৎসবের কথা বলছি। সোদপুরের ২ নম্বর দেশবন্ধু নগর এবার মা দুর্গার আবাহন করবে হেমন্ত এবং মান্নার জন্মশতবর্ষ কেন্দ্র করে। পুজোর গান তো একটা সময় বিরাট ব্যাপার ছিল। এই দুই শিল্পীও বলতে গেলে এই সময় প্রচুর গান রিলিজ করেছেন। এবার সেই দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যেতে চান উদ্যোক্তারা। মানুষ যাতে পুজো প্রাঙ্গণে পা দিলেই হেমন্ত মান্নার অজানা অচেনা ছবি আর গানে মোহিত থাকতে পারেন। আর অনুষ্ঠানও থাকবে প্রচুর পরিমাণে। পুজোর পাঁচদিন ঊষা উত্থুপ, সিধু, পটা ছাড়াও অনেকেই পারফর্ম করবেন। ত হলে আর দেরি কেন… স্বর্ণযুগের নস্টালজিয়ায় শামিল হতে এগিয়ে আসুন আজই। সঙ্গে থাকছে আনন্দলোক।

Hemanta Mukherjee | Manna Dey