magazine_cover_12_october_18.jpg

 

Home holly news details কেরলে হ্যালি

কেরলে হ্যালি

Halle-Berry-big কেরলে ছুটি কাটিয়ে গেলেন অস্কার বিজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। সমুদ্রসৈকতে ঘুরে, ওয়াইন খেয়ে, ‘চিল’ করে একেবারে স্পিরিচুয়াল ছুটি কাটানো যাকে বলে। আর সত্যিই স্পিরিচুয়াল কারণ নিজের সঙ্গে আলাপচারিতার প্রচুর সময় পেয়েছেন তিনি। স্বাভাবিক, তাঁকে তো কেউ চিনতেই পারেনি! আর হোটেল থেকেও কাউকে জানানো হয়নি। তবে এতে হ্যালির কোনও অসুবিধে হয়নি। তিনি বরং সেলেব্রিটি লাইফ থেকে একটু ছুটি পেয়ে মজাই পেয়েছেন।

Halle Berry | Kerala