magazine_cover_12_September_19.jpg

Bolly News

ডেবিউ ছবিতেই সেরা গোবিন্দ-কণ্যা টিনা

leadimg-big01এতদিন বলিউডের সর্বত্র গোবিন্দা-কণ্যা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এহেন টিনা আহুজা এবছরের ইন্ডিয়া লিডারসিপ কনক্লেভ অ্যাওয়র্ড পেলেন উদীয়মান অভিনেত্রী হিসেবে। প্রসঙ্গত, এবছরের মাঝামাঝিই মুক্তি পেয়েছিল তাঁর ডেবিউ ছবি ‘সেকেন্ড হ্যান্ড হাজ়ব্যান্ড’। leadimg-big02ছবিটা বক্স অফিসে সেরকম কল্কে না পেলেও এই ছবিতে অভিনয়ের সুবাদেই এই অ্যাওয়র্ড জিতে নিলেন তিনি। জীবনের প্রথম অ্যাওয়র্ড পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত টিনা। তিনি জানিয়েছেন, এই অ্যাওয়র্ড পেয়ে তিনি গর্বিত। স্ক্রিপ্ট, পরিচালক এই সবকিছু মাথায় রেখেই তিনি এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। leadimg-big03সেই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না সেটা ভেবেই বেশ খুশি এই প্রতিশ্রুতিমান অভিনেত্রী। অন্যদিকে গোবিন্দাও আপ্লুত টিনার প্রথম অ্যাওয়র্ডের খবরে। প্রথম ছবিতে টিনার অনবদ্য পারফরম্যান্সের জন্যও তিনি খুব খুশি।