magazine_cover_12_july_18.jpg

 

Home sports গম্ভীরের কমিউনিটি কিচেন

গম্ভীরের কমিউনিটি কিচেন

goutam-gambhirক্রিকেটের বাইরে সমাজসেবার কাজে এর আগেও তাঁকে দেখা গিয়েছে। এহেন গৌতম গম্ভীর এবার কমিউনিটি কিচেন চালু করলেন। সোমবার থেকেই পশ্চিম দিল্লিতে এই অভিনব উদ্যোগে শামিল হয়েছেন তিনি। সেখানে দরিদ্র মানুষদের বিনা পয়সায় পেট ভরে খাবার তুলে দেওয়ার উদ্দেশেই গৌতমের এই প্রচেষ্টা। প্রথমদিন নিজে সরেজমিনে হাজির ছিলেন ওয়েস্ট পটেল নগর এলাকায়। নিজে হাতে অনেককে খাবার তুলে দেখা যায় সেদিন। প্রসঙ্গত, এর আগে ছত্তিশগড়ে মাওয়বাদী হামলায় মৃত ২৫ জন সিআরপিএফ জওয়ানের দায়িত্বও নিয়েছিলেন গম্ভীর। গৌতমের এরকম কর্মকাণ্ডকে প্রশংসা জানাতেই হয়।