মানুষকে চমকে দিতে মনে হয় সুরভিন চাওলা খুব ভালবাসেন। এই যেমন কিছু মাস আগে তিনি জানালেন শেষ দু’বছর ধরে তিনি বিবাহিত।
উচিত কি?
ব্যাপারটা মোটেও ভাল দেখাচ্ছে না যে। কিছুদিন আগে নায়িকা কৌশানী মুখোপাধ্যায় ‘হইচই আনলিমিটেড’-এক একটি ডান্স নাম্বারের সংক্ষিপ্ত ভিডিয়ো পোস্ট করে বলেন, আগামী রবিবার গানটি দেখা যাবে। এতটা অবধি ঠিকই ছিল।
নিজের প্রশংসা নিজেই!
নাহ! নিজের ঢাক পেটানোর স্বভাবটা আর গেল না করিনা কপূর খানের। এই তো সেদিন এক সাক্ষাৎকারে বলেই ফেললেন তিনি, তাঁর জীবন নাকি অন্য অনেক মহিলার প্রেরণা হতে পারে।
ক্যাটরিনার প্রেমে কার্তিক
এই তো সবে কিছুটা জনপ্রিয়তা জুটছে তাঁর ভাগ্যে। ‘সোনু কে টিটু কী সুইটি’ করার আগে কার্তিক আরিয়ানকে দর্শক সেভাবে খেয়ালও করেননি হয়তো।
করিনাকে বিয়ে!
করণ জোহর যে ঠিক কী চান, সেটা শুধু আমি-আপনি কেন, করণ নিজেও ঠিক বুঝে উঠতে পারেন না! এই প্রেম, ভালবাসা সংক্রান্ত ব্যাপারে আর কী।
কৃতির রাগ
কখন যে কাহার মাথায় পোকা নড়ে, তাহা কে বলিতে পারে! কথা হচ্ছে কৃতি স্যাননকে নিয়ে। দিব্যি ছিলেন খোশমেজাজে ‘বয়ফ্রেন্ড’ সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে, জমিয়ে চলছিল তাঁদের মাখো-মাখো প্রেম।