magazine_cover_12_january_19.jpg

 

Home music news জয়যাত্রা

জয়যাত্রা

FOSSILS-big ২০১৭ তো ছিলই, ২০১৮-ও সুখবর বয়ে আনল রূপম ইসলামের জন্য। আর এ এমন সুখবর যে, বাংলা বেসিক গানের বাজারে ‘অক্সিজেন’ বললেও অত্যুক্তি করা হবে না। আসলে গত বছর থেকেই রূপম নতুন নিয়মের অন্বেষণে ছিলেন। নিজের লেখা, সুর এবং অ্যারেঞ্জ করা গানগুলো ‘সিঙ্গল’ হিসেবে রিলি‌জ় করে, বিক্রির একটা নতুন দিক খুলেছিলেন। সেখানে ‘দানিকেন’-এর মিউজ়িক ভিডিয়ো ইউটিউবের সর্বভারতীয় ট্রেন্ডিংয়ে পাঁচ নম্বরে পৌঁছেছিল। যে-কোনও বাংলা বেসিক গানের কাছে এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারপর গঙ্গা দিয়ে বেশ খানিকটা জল বয়েছে। রূপম রিলিজ় করেছেন ‘চাঁদনিতে উন্মাদ’-এর ভিডিয়ো, সেটিও এসেছিল ন্যাশনাল ট্রেন্ডিংয়ে তিন নম্বরে! এখন রূপমের বেশিরভাগ গানের ভিডিয়ো এখন ট্রেন্ডিংয়ে এক থেকে পাঁচের মধ্যে থাকছে। ফলে দশ বা দশের বাইরে থাকা গানগুলো নিয়ে আলোচনা না করলেও চলবে। যাই হোক, ২০১৭-র শেষ দিকে ফসিলস আনল তাদের নতুন অ্যালবাম। রিলিজ় করল, ‘স্তব্ধ জীবন’ এবং ‘পালাও’-এর ভিডিয়ো। FOSSILS-big2 ‘পালাও’ ছিল সর্বভারতীয় ট্রেন্ডিংয়ের ৮ নম্বরে। কিন্তু ২০১৮-র শুরুতে বলা যায় রূপম, তথা ফসিলস নিজেদের রেকর্ডই ভেঙে দিল! ‘জানলা’ গানটি রিলিজ় করল এবং সেটি পৌঁছল ন্যাশনাল ট্রেন্ডিংয়ের দুই নম্বরে। স্বভাবতই ব্যাপারটি নিয়ে উচ্ছ্বসিত টিম ফসিলস। রূপম জানিয়েছেন, ‘‘ভাবতে ভাল লাগছে, বাংলা বেসিক গানে এমন একটা রেকর্ড করতে পেরেছি। সর্বভারতীয় ট্রেন্ডিংয়ে দুই থেকে পাঁচে আমার গান থেকেছে। অন্তত নিজেদের ছাপিয়ে যেতে পেরেছি।’’ তবে এই ভিডিয়ো তৈরিতে যতটা ফসিলসের কৃতিত্ব, ঠিক ততটা কৃতিত্বের দাবিদার শমীক রায়চৌধুরীও। ‘দানিকেন’, ‘স্তব্ধ জীবন’, ‘জানলা’-র মিউজ়িক ভিডিয়োর পরিচালক তিনি। যেভাবে গোটা জিনিসটিকে প্রাণদান করেছেন, অবশ্যই প্রশংসনীয়। বিশেষ করে ‘স্তব্ধ জীবন’ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে ‘জানলা’র গল্প। এক রোগাক্রান্ত শিশুর বেঁচে থাকার রসদ এসেছে সেই গানে। তবে এত কিছুর মধ্যেও রূপমের আক্ষেপ, ‘‘ঠিক মতো ফান্ডিং এবং পাশে দাঁড়ানোর মানুষ পেলে মিউজ়িক ভিডিয়োগুলোর মান আরও উন্নত করতে পারতেন তিনি, ‘‘আমরা যা করছি, সেগুলো তো কোনও অর্থ সাহায্য ছাড়াই… প্রো়ডাকশন কস্ট বলে কিছু নেই আমাদের, নেই কোনও প্রডিউসরও। তাতেই ন্যাশনাল ট্রেন্ডিংয়ে রেকর্ড হচ্ছে। একটু সাহায্য পেলে…’’ সত্যি কথা, সাহায্য পেলে যে গানের ভিডিয়ো আরও উন্নত হবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। ফলে সঙ্গীত ভালবাসেন, এমন মানুষ পাশে এসে দাঁড়াতেই পারেন। আসতে পারেন, নতুন ভাবনার পরিচালকরাও। কে বলতে পারে, ফসিলস-এর পরের মিউজ়িক ভিডিয়ো আপনিই পরিচালনা করবেন না?

সায়ক বসু

Fossils | Rupam Islam | Samik Rc | #janla