magazine_cover_12_january_20.jpg

Bolly News

ফরহার কোরিয়োগ্রাফি, সোনমের ‘সঙ্গীত’-এ

Sonam-Kapoor-Farah-Khan-sets-Entertainment-big এতদিন সিনেমার পরদায় কোরিয়োগ্রাফি করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর কোরিওগ্রাফির ঝুলিতে রয়েছে ‘1942 এ লভস্টোরি’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ব্লকবাস্টার কিংবা সাম্প্রতিককালের ‘দিলওয়ালে’, ‘হ্যাপি নিউ ইয়ার’ মতো সফল ছবি। সেই তিনিই এবার বলিউড খানদানের এক অভিনেত্রীর বিয়ের ‘সঙ্গীত’-এর কোরিওগ্রাফির দায়িত্বে! তিনি ফরহা খান। আর কনে? সোনম কপূর। শোনা যাচ্ছে, সোনম আর তাঁর বয়ফ্রেন্ড আনন্দ আহুজা পরের মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আর সেই মুহূর্তকে আরও সুন্দর করে তুলতে ‘সঙ্গীত’-এর আসরে হাজির ফরহা। তাঁর কোরিয়োগ্রাফির তালে পা মেলাবেন কপূর খানদান। খানদানি বিয়ে বলে কথা! অভিনবত্ব না থাকলে চলে!

farha khan | sonam kapoor | anil kapoor | anand ahuja